গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: শহিদ ছাত্র যুব নেতা গৌরসুন্দর দাসের মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ বেদিতে সকালে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
শহিদ বেদিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলার শুভ্রা রায়,কাউন্সিলর ভাস্কর মন্ডল সহ সমস্ত কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ববৃন্দ।
বিকালে কাটোয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। জানা যায়, শিবিরে ৩০ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে ২৬ ফেব্রুয়ারি আততায়ীর হাতে ছাত্র যুব নেতা গৌরসুন্দর দাস মারা যান।সেই থেকেই প্রতিবছর দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।