নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্পকে সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় রোড সেফটি মান্থ উপলক্ষ্যে গত ৩১ শে জানুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারি অব্দি রোড সেফটি উইক চলছে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে সাধারন মানুষকে সেচতন করতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এই শোভাযাত্রায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাষক দীপাপ প্রিয়া পি, জেলা আরক্ষাধিক নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, বালুরঘাটের মহকুমা শাষক ঈশা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এই শোভাযাত্রায় বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন দীপাপ প্রিয়া পি স্বয়ং।এই শোভাযাত্রা বালুরঘাট থানা থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে আবার বালুরঘাট থানায় এসে শেষ হয়। শোভাযাত্রা উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।