সুদীপ চ্যাটার্জি, আলিপুরদুয়ার: রুপশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে খুশি চা বলয়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রুপশ্রী প্রকল্প চালু করেছেন তাতে বিবাহের সময় কন্যার ব্যাঙ্ক আ্যকাউণ্টে 25 হাজার টাকা প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে ।
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা চিঞ্চুলা চা বাগানের জোহান মুণ্ডা ও অনিমা মুণ্ডা মেয়ে মণিস্তা মুণ্ডা তার সাথে বিয়ে হয় গাঙ্গুটিয়া চা বাগানের নিবাসী ইগনাসুস মুণ্ডার । মণিস্তা পরিবারের লোকরা জানান রুপশ্রী প্রকল্পের 25 হাজার টাকা পেয়ে আমরা ভালোভাবে মেয়ের বিবাহ দিতে পারলাম । আমরা খুব খুশি ।