নিজস্ব প্রতিনিধি কুচবিহার: একাউন্ট খুললেই টাকা দেবে মোদী। এমন গুজবে ভির জমছে কোচবিহার শহরের হেড পোস্ট অফিসে। জেলার বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে ছুটে আসছেন কোচবিহার শহরে হেড পোস্ট অফিসে।
লম্বা লাইন দিয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে একাউন্ট খোলার চেষ্টা করছেন। এমন গুজব কি করে ছড়ল, তা নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ লক্ষ টাকা করে প্রত্যেকের একাউন্টে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপি ফের গ্রামের বাসিন্দাদের পোস্ট অফিসে জনধন প্রকল্পে একাউন্ট খুললে টাকা মেলার গল্প শুনিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু মানুষকে বোকা ভেবে বিজেপি ভুল করছে। অন্য দিকে বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য এমন গুজবের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়ে দিয়েছেন।
হেড পোস্ট অফিসের ব্যাঙ্কিং সেক্টরের সিনিয়র ম্যানেজার কৌশিক দাস বলেন, “আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে জিরো ব্যালান্সে একাউন্ট খোলার জন্য। এই রাস দেখে গ্রাহকদের সাথে কথাও বলেছিলাম। তারা লেন দেনের জন্য একাউন্ট খুলছে জানিয়েছেন। আবার ভবিষ্যতে সরকার কোন বেনিফিট দিতে পারে বলেও আশা করছেন।”
দিনহাটার বামনহাটের বাসিন্দা গোলাপি দাস বলেন, “মোদী সরকার জিরো ব্যালান্সে পোস্ট অফিসে একাউন্ট থাকলে টাকা দেবে বলে শুনেছি। তাই ভোরে উঠে ট্রেন ধরে কোচবিহারে এসেছি। তবু লাইনে দাঁড়াতে হয়েছে। কখন আমার পালা আসবে, বুঝতে পারছি না।”
দিনহাটার আরেক বাসিন্দা চম্পা বর্মণ বলেন, গত কালকেও এসেছিলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অফিস বন্ধ হয়ে গেছে। তাই আজ আবার এসেছি। লাইন থেকে ৫ জন করে ডেকে নিচ্ছে। দেখি আজ কি হয়।”
বামনহাটের আরেক বাসিন্দা মৌমিতা বিশ্বাস বলেন, “জনধন প্রকল্পে ১০০ টাকা দিয়েই জিরো ব্যাল্যান্সের একাউন্ট খোলা যাচ্ছে। ওই একাউন্টে মোদী সরকার টাকা দেবে বলে জানতে পেরেছি। তাই এসেছি। একাউন্ট খুলে রাখি। তারপর পেলে ভালো, না পেলে ক্ষতি কি?”
তবে প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে একাউন্ট খুলতে আসা বাসিন্দাদের মধ্যে দিনহাটার মানুষের সংখ্যা বেশী। ওই এলাকায় কিভাবে এমন গুজব ছড়িয়ে পড়ল, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।