কোচবিহার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের এমজেএন হাসপাতালে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, কোচবিহারের পিলখানা এলাকার বাসিন্দা সঞ্জিত বর্মনকে শ্বাসকষ্ট জনিত কারণে মঙ্গলবার সকালে হাসপাতালে ভরতি করা হয়। প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক তাকে দেখেনি বলে অভিযোগ সঞ্জিতের পরিবারের।
পরে চিকিৎসক এলে সঞ্জিতকে দেখে মৃত বলে ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মৃতের বাবা রঞ্জিত বর্মন বলেন,ছেলেকে ভরতি করার পর বারবার নার্সকে বলা সত্বেও তারা কেউ চিকিৎসককে ডাকেননি।
সময়মতো চিকিৎসা পেলে ছেলেটি হয়ত বাঁচত। ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার রাজীব প্রসাদকে লিখিত অভিযোগ জানিয়েছে ওই পরিবার। রাজীববাবু বলেন,অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।