নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে বালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ আরএসপি নেতা কল্যাণ তপাদার। বয়সজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রেখে গেলেন তার দুই মেয়ে ও এক ছেলেকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। তিনি বলেন,কল্যাণ তপাদারের মৃত্যুতে বাম গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল।
শোক প্রকাশ করেছেন তার ভাইপো পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। তিনি বলেন,’জ্যাঠামশাই বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হলেও মানুষের বিপদে তিনি কোনও রঙ দেখতেন না’। জানা গিয়েছে শুক্রবার তার মরদেহ পিস হেভেনে রাখা হবে।শনিবার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।