গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের মাধবীতলায় ডি জি ওয়ার্ল্ড নামে সাইবার ক্যাফে বৈধ অনুমতি ছাড়াই রেলের ই-টিকিট বিক্রি করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে রেলপুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আটক হওয়া ব্যক্তিরা হলেন দোকানের মালিক প্রতাপ নাথ ও ছেলে গৌতম নাথ।
বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ হাওড়া থেকে আর পি এফের এক তদন্তকারী দল কাটোয়ায় আসেন।কাটোয়া আর পি এফ এর এক অফিসারকে সঙ্গে নিয়ে ওই তদন্তকারী দলটি কাটোয়া শহরের মাধবীতলায় ডি জি ওয়ার্ল্ড নামে দোকানে হানা দেয়।সেইসময় দোকানের মালিক প্রতাপ নাথ ও ছেলে গৌতম নাথ ই-টিকিট কাটছিল নিজস্ব আই ডি দিয়ে।ওই দোকানে ঢুকেই রেলপুলিশের আধিকারিকরা ই-টিকিট বিক্রি করার বৈধ কাগজপত্র দেখতে চান।এনিয়ে আরও অনেক প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন নি দোকানের মালিক।ল্যাপটপ, প্রিণ্টার বাজেয়াপ্ত করে।ই-টিকিট বিক্রি করার বেশ কিছু নগদ টাকা সিজ করে দেয়।তদন্ত চলার সময় যাতে কোনওরকম গণ্ডগোল না হয় এরজন্য দোকানের পাশে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
হাওড়া রেলপুলিশের তদন্তকারী অফিসার বলেন,নিজস্ব আই ডি দিয়ে একমাত্র নিজের টিকিট কাটা যায়।কর্মাশিয়াল কাজে তা ব্যবহার করা যায় না।ওই ব্যক্তিরা দিনের পর দিন নিজস্ব আই ডি দিয়ে কর্মাশিয়ালভাবে ই-টিকিট বিক্রি করছিল।এইকাজ দণ্ডনীয় অপরাধ।এছাড়াও আরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।আমরা দোকানের মালিক ও তার ছেলেকে আটক করেছি।দোকান থেকে ল্যাপটপ, কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।