নিজস্ব প্রতিনিধি: কদিন আগেই একটি সেমিনারে প্রবল সমালোচনা হয়েছিল এলাকার নদী দূষণ নিয়ে। বরো চেয়ারম্যান নিখিল সাহানি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সরস্বতী পুজো পার হলেই তার এলাকার নদীগুলি পরিষ্কার করতে শুরু করবেন।
এক সপ্তাহের মধ্যেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগ নিলেন বরো চেয়ারম্যান। বুধবার সকাল থেকেই 21 ও 22 নম্বর ওয়ার্ড এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ফুলেশ্বরী নদীতে জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু করলো বরো কর্মীরা।
প্রথম দিনে 500 মিটার এলাকা সাফাই করেছেন তারা। তবে শুধু বরো কর্মীদের দ্বারা এত বড় নদীর এতদিনকার জমে থাকা আবর্জনাকে পরিষ্কার করা সম্ভব নয় তা তিনি ভালোই জানেন। এদিন কর্মযজ্ঞের সূচনা হলেও পরবর্তীতে পৌরসভার উদ্যোগে ড্রেজিং করে এলাকায় যাতে নদী গুলিকে সচল করা যায় সে বিষয়ে জোর দেওয়া হবে বলে নিখিল বাবু জানান।