সৌগত মন্ডল: রামপুরহাট-বীরভূম -বীরভূমের সদর শহর সিউড়িতে, সারম্বরে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সকল অনুষ্ঠানটি হয়, প্রশাসন ভবনের পাশে চাঁদমারি মাঠে। সকাল থেকে বিভিন্ন বর্নাট্য শোভাযাত্রার মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরভূমের জেলা শাসক মৌমিতা গোধারা, বীরভূমের পুলিশ-সুপার শ্যাম সিং, বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ। কুচকাওয়াজের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের শুরু হয়।
সিউড়ির প্রায় সকল স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দেরকে পুরস্কৃত করা হয়।