বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! দীর্ঘ ৫০০ বছরের প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রামমন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। কিছুক্ষণের মধ্যেই অযোধ্যা পৌঁছে যাবেন তিনি।

প্রধানমন্ত্রী ছাড়াও একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। যা খবর, এই অনুষ্ঠানে (Ram Mandir Inauguration) নেতা-অভিনেতা মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৮০০০ মানুষ আমন্ত্রিত রয়েছেন। আবেগে ভাসছে আজ গোটা দেশ।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন আচার অনুষ্ঠান (Ram Mandir Inauguration) পালন করা হয়েছে। কড়া ব্রত পালন করছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গিয়েছে! মাত্র ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণ। জানা গিয়েছে, দুপুর ঠিক ১২ টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হবে।
আর শেষ করতে হবে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যেই। আর এই আচার অনুষ্ঠান শেষ করে ১২ টা ৫৫ মিনিটে পুজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। ১ টায় অন্য একটি অনুষ্ঠানে (Ram Mandir Inauguration) যোগ দেবেন। এরপর ২ টো ১০ মিনিটে মোদী পৌছবেন জটায়ুর মন্দির।

ইতিমধ্যে আমন্ত্রিতরা দেশের বিভিন্নন জায়গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে (Ram Mandir Inauguration) রওনা দিয়েছেন। তালিকায় একাধিক দক্ষিনি অভিনেতা যেমন রয়েছে তেমনই আছেন বলিউডের বিভিন্ন অভিনেতাও। পাশাপাশি খেলার জগতেরও বহু মানুষ আমন্ত্রিত।
ইতিমধ্যে রাম রাজ্যে (Ram Mandir Inauguration) ভিভিআইপি মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। কিন্ত্যু মানুষের বিপুল ভিড়, তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় পুলিশকে। মন্দিরের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। কিন্তু এরপরেও বহু মানুষ আসছেন সেখানে। একাধারে চলছে স্থানীয় মহিলা নাচ। সব মিলিয়ে আবেগ এবং ভক্তির সমাগম সরযুর ধারে।

বিপুল এই কর্মকান্ড (Ram Mandir Inauguration) যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। কেন্দ্র এবং উত্তরপ্রদেশের সুরক্ষাকর্মী মিলে প্রায় সাতটি লেয়ারের সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই থাকবে SPG। এরপর নিরাপত্তার দায়িত্বে আছে NSG।

রাম রাজ্যের নিরাপত্তার তৃতীয় ধাপে IPS আধিকারিকরাও রয়েছে। আছেন CRPF এর জওয়ানরাও। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও কড়া নজরদারি চালাচ্ছে। যে কোনও ধরনের সন্দেশজনক গতিবিধি দেখলেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *