নিজস্ব প্রতিনিধি: আজ ভোর সাড়ে চারটা নাগাদ সালানপুর থানার দেন্দুয়া মোড়ে নাকা চেকিং এর সময় সন্দেহভাজন কালো রঙের আর্টিকা গাড়ি আটক করে ।
গাড়ি থেকে উদ্ধার হয় কলকাতার গিরিশ পার্ক থেকে অপহৃত ব্যবসায়ী মনোজ খান্ডেলওয়াল। গ্রেপ্তার করা হয় চার অপহরণকারী ও গাড়ি চালককে।
গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বাঙ্গুর লেক টাউন এলাকার বাসিন্দা ঐ ব্যবসায়ীকে অপহরণ করা হয়।