জানা যায়, স্থানীয় মন্দিরে পুজো চলছিল। সেই সময় আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পুণ্যার্থীদের পিষে দেয় বেপরোয়া ট্রাক।
বিহারের বৈশালী জেলার হাজিপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৮ জনের মৃত্যু। এদের মধ্যে অধিকাংশই শিশু। বেশ কয়েকজন আহত হন। গতকাল রাত ৯টা নাগাদ দেসরি থানা এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় মন্দিরে পুজো চলছিল। সেই সময় আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পুণ্যার্থীদের পিষে দেয় বেপরোয়া ট্রাক। যার জেরে মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটে। এমন মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্যও কামনা করেন।