বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েক বছর ধরেই মাদক কারবারিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই কলকাতা তথা পশ্চিমবঙ্গ।বেড়েছে যুবক যুবতীদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতাও।ধরা পড়েছে অনেক বিদেশী ও।যত দিন যাচ্ছে চাপ বাড়ছে প্রশাসনের।এবার এই মাদকচক্র ও সচেতনতা নিয়ে তৈরী হতে চলেছে ‘জহের’ নামের চলচ্চিত্র।এই চলচ্চিত্রে গোয়েন্দা বিভাগের এসপি এর চরিত্রে দেখা যাবে সৌভিক চক্রবর্তীকে।রিল লাইফে পুলিশের চরিত্রে দেখতে পাওয়া এই মানুষটি রিয়েল লাইফেও কিন্তু একই পেশায় যুক্ত।
তিনি বর্তমানে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি পদে কর্মরত।এই চলচ্চিত্রে মাদক সেবনের ক্ষতিকর দিক,মাদক বিরোধী প্রচার দেখানো হবে।চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান ও সচেতনতা।এই ছবিতে অভিনয় করতে গিয়ে স্বভাবতই আপ্লুত সৌভিক।তাঁর কথায় “আমি এর আগেও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি।তবে এই ধরনের চলচিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।
এই চলচ্চিত্রের মাধ্যমে মাদক পাচার বা মাদক সেবন যারা করে তাদের ক্ষেত্রে সতর্কতা হিসাবে তুলে ধরবে”।