গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান: পূর্ব-বর্ধমানের ১নং ব্লকের রায়ান দক্ষিণেশ্বর শিব মন্দির পুজো কমিটির পক্ষ থেকে শিবরাত্রি পুজো উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রায়ান গ্রাম সহ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে পুজো দিচ্ছেন।
আগামীকাল মঙ্গলবার নরনারায়ণ সেবা হবে।জানা যায়, প্রায় ১০ হাজার মানুষ এই নরনারায়ণ সেবাতে অংশগ্রহণ করবেন। গত রবিবার থেকেই শুরু হয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন । এই উপলক্ষ্যে একটি ছোট মেলা বসেছে এই শিব মন্দির প্রাঙ্গনের কাছে।