আজ শনিবার ১৬ ফেব্রুয়ারি
মেষ: শুভ দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সু দিন। প্রেমে পুরনো সম্পর্কে নতুন করে নব রূপে।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ মন্দ নয়। চাকুরি ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ। বাণিজ্যে মাথা ঠান্ডা রাখুন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। প্রেমে অশান্তি, মানসিক উদ্বেগ।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে ভুল বোঝাবুঝি।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে অল্প বিস্তার সমস্যা, মানসিক শান্তি বিঘ্নিত। বাণিজ্যে শুভ। পারিবারিক সমস্যা। প্রেমে অশান্তি।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে দায়িত্ব সম্পর্কে সচেতনতা দরকার। বাণিজ্যে শুভ যোগাযোগ। প্রেমে তৃতীয় ব্যক্তির প্ররোচনায় অশান্তি।
কন্যা: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে সু দিন। বাণিজ্যে কোনও বিরোধিতায় যাবেন না। আজ প্রেমের দিন।
তুলা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। সঞ্চয়ে ঘাটতি। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সু দিন। প্রেমে অশান্তি।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে সাময়িক ভুল বোঝাবুঝি।
ধনু: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকছে। বাণিজ্যে শ্রীবৃদ্ধি। চরম পারিবারিক অশান্তির সম্ভাবনা। নব প্রেমে যোগ।
মকর: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আজ বাণিজ্যে বিনিয়োগ না করা ভালো। প্রেমে মানসিক আঘাত। *** চলা ফেরায় সাবধান, আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে মিশ্র ফল। পারিবারিক অশান্তি। প্রেমে মানসিক কষ্ট। ** সাবধানে চলাফেরা করুন।
মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে বাধা। বাণিজ্যে অর্থ বিনিয়োগ করবেন না আজ। প্রেমে অশান্তি।