নিজস্ব প্রতিনিধি : দশ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি শান্তিপাড়া এলাকার বাসিন্দা প্রায় ২৩ বছর বয়সী তাপস চক্রবর্তী নামে ওই যুবককে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, অম্বিকানগর এলাকার বাসিন্দা ওই ছাত্রীর দাদার বন্ধু ছিল ধৃত তাপস। সেই সুবাদে ওই পরিবারে অনায়াসেই যাতায়াত ছিল তার। অভিযোগ, গত ৯ই মার্চ ওই ছাত্রী তার পরিবারের সাথে বাড়ির পাশেই কোনো মেলাতে যায়। সেই সময় ওই জায়গায় তাপসও যায়।
অভিযোগ, সেই সময় তাপস ওই নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকা ধর্ষিতা ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাপসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ধৃত তাপস চক্রবর্তীকে জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ।