বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। শহর সংলগ্ন এক লজ মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্ত ওই ব্যাক্তির নাম পাপন পাল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে মাথাভাঙ্গা শহর সংলগ্ন এলাকায়।
অভিযোগ, দেড় বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে স্বামীর বন্ধু ওই ব্যাক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের কথা বললে ১৯ ডিসেম্বর তাকে একটি লজে ডাকে আলোচনার জন্য। কিন্তু সেখানে কোন আলোচনা না করে অভিযুক্তর পরিবারের লোকজন তার উপর চড়াও হয় মারধর করে বলে অভিযোগ। এরপরেই ওই মহিলা মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী মহিলার অভিযুক্ত পাপন পালের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত তদন্ত শুরু করেছে পুলিশ।