নিজস্ব প্রতিনিধি : আজ চারজন যুবককে এক বিদেশি মহিলাকে গণধর্ষণকান্ডে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। গত 30/5/2016 তারিখে বছর ছাব্বিশ-সাতাশ বছরের এক বিদেশি মহিলাকে সীমার্জ নামক এক স্থানে নিয়ে যাবার নাম করে গনধর্ষণ করে শুভেন্দু নাগ,সৌরভ দে, সুব্রত দত্ত ও অর্ণব বেরা।
আজ বারাসাত জেলা আদালতের সপ্তম বিচারকের এজলাসে চারজন আসামিকে দোষী সাব্যস্ত করে । আজ সরকারি পক্ষের আইনজীবী জানান বিভিন্ন তথ্যের ও প্রমাণের মাধ্যমে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত ।
তবে আসামি পক্ষের আইনজীবী তীর্থঙ্কর পাল জানান ,আমরা রায়ের কপি কপি দেখে পরবর্তী পদক্ষেপ নেব। আগামীকাল এই চার জনের সাজা ঘোষণা করবে আদালত।