নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার থেকে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। ওয়ানাডের কৃষ্ণগিরি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে কেরল ও বিদর্ভ।চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র ও কর্ণাটক।
কেরল এবার প্রথমবার রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলছে। প্রথম দিনই কেরলের প্রথম ইনিংস ২৮.৪ ওভারে ১০৬ রানে শেষ হয়ে যায়।ভারতীয় ডান হাতের পেসার উমেশ যাদবের দুরন্ত বোলিং-এর জন্যে প্রথমবার সেমিফাইনাল খেলা কেরল ১০৬ রানে অলআউট হয়ে যায়। উমেশ যাদব ১২ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ৫ উইকেটে হারিয়ে ১৭১ রান তোলে বিদর্ভ।
শুক্রবার দ্বিতীয় দিনে বিদর্ভের প্রথম ইনিংস ২০৮ রানে শেষ হয়। দ্বিতীয় ইনিংসে কেরালা ২৪.৫ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায়। উমেশ যাদব দ্বিতীয় ইনিংসেও ৩২ রানে রানে ৫ উইকেট নেন।গতবারের চ্যাম্পিয়ন বিদর্ভ এক ইনিংস ও ১১ রানে কেরালাকে হারিয়ে ফাইনালে উঠল। সৌরাষ্ট্র ও কর্ণাটকের মধ্যে যে জিতবে সেই দলই বিদর্ভের সঙ্গে মুখোমুখি হবে।