সৌগত মন্ডল:রামপুরহাট-বীরভূম : বীরভূমের রামপুরহাট শহের , সারম্বরে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। সকল অনুষ্ঠানটি হয়, গান্ধী পার্কের পাশের ময়দানে। সকাল থেকে বিভিন্ন বর্নাট্য শোভাযাত্রার মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপুরহাটের মহকুমা শাসক নাভেদ আক্তার , ডেপুটি ম্যাজিস্ট্রেট, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক গণ সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।
কুচকাওয়াজের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের শুরু হয়।রামপুরহাটের প্রায় সকল স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দেরকে পুরস্কৃত করা হয়। কিন্তু রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্যারেড টিম পুরুস্কারে অসন্তুষ্টি হওয়ায়, নিজেদের মেমেন্ট মাটিতে আঁচরে ভাঙে ও শংসাপত্র মাটিতে ছিঁড়ে ফেলে।
এদের এরকম আচরণ আশা করেনী প্রশাসন। ওই প্যারেড টিমের সদস্যরা ডাকবাংলো মোড়ে কিছুক্ষন পথ অবরোধ করে। তবে এব্যাপারে রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরসাদ হোসেন কোনো কিছু মুখ খুলেনি।