সৌগত মণ্ডল রামপুরহাট বীরভূম : এদিন পিকনিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে জিনারেটরের চাকা তে হাত ঢুকে মৃত্যু এক বৃদ্ধার।
বৃদ্ধার বয়স ৬০ ঘটনাটি ঘটেছে মাড়গাম থানার বসোয়া গ্রামে।
খবর সূত্রে যানাযায়, ওই মহিলা মদ্যপ অবস্থায় নাচা-নাচী করছিল,তার ফলেই এই ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মারা যায় বলে জানা যায়।