গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪ তম জন্মতিথি। দিনটি যথাযোগ্য মর্যাদায় দেশ ও রাজ্যের সঙ্গে দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে পালিত হচ্ছে। ভোর ৫ টে ৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টায় নিত্যসেবা হয়।সকাল ৯ টায় চণ্ডীপাঠের আয়োজন করা হয়।

বেলা ১১ টা থেকে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।দিনভর কথামৃত পাঠ,শ্যামাসংগীত,রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখা,ভক্তিগীতি আয়োজন হয়।দুপুরে ভক্তদের মহাপ্রসাদের ব্যবস্থা হয়। সকাল থেকেই ভক্তরা আশ্রমে উপস্থিত হয়েছেন।

আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা জানান,শ্রী রামকৃষ্ণদেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিনামূল্যে চক্ষু ছানি অপরারেশন শিবির করা হয়।আজ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে ভোর থেকেই মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে প্রতিবছরের মতো এবং দুপুরে ভক্তদের মহা

প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here