নিজস্ব প্রতিনিধিঃ যোগের পাশাপাশি বিতর্কিত মন্তব্য করে গোলযোগ বাধাতেও যে তিনি সিদ্ধহস্ত, তা আবারও প্রমাণ করে দিলেন যোগগুরু রামদেব। এবার দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আজব দাওয়াই দিলেন তিনি।
তাঁর মতে, সরকারের উচিত যেসব দম্পতির দুইয়ের থেকে বেশি সন্তান আছে তাঁদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। দ্রুত হারে দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বুধবার আলিগড়ে এক জনসভায় তিনি বলেন, ‘হিন্দু হোক কিংবা মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে দুইয়ের বেশি সন্তান থাকলে সেই দম্পতির ভোট দেওয়ার অধিকার, চিকিৎসা বিষয়ক সরকারি সুযোগ-সুবিধা, সরকারি চাকরি-সহ সবরকম সুবিধা কেড়ে নেওয়া উচিত।’
এর পাশাপাশি তিনি আরও বলেন, এই ধরনের ব্যক্তিকে ভোটে দাঁড়াতে দেওয়া উচিত নয়। এমনকি এঁদের ছেলেমেয়েদেরও সরকারি স্কুলে ভর্তি করা, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান, সরকারি চাকরির মতো সুযোগ-সুবিধা থেকে দূরে রাখা উচিত।
তিনি বলেন, ‘আমার মতো যে সমস্ত লোকেরা বিয়ে করেননি, অবিবাহিত থেকেই সারাজীবন কাটিয়ে দেন, সরকারের উচিত তাঁদের বিশেষ সম্মান দেওয়া।’