নিজস্ব প্রতিনিধিঃ ভারতরত্ন দেওয়া হোক সাধুদেরও। এমনই দাবি তুললেন যোগগুরু রামদেব।
শনিবার রামদেব বলেন, “গত ৭০ বছরে সাধুদের মধ্যে থেকে কেউই ভারতরত্ন পাননি। তা সে স্বামী বিবেকানন্দই হোক কিংবা মহর্ষি দয়ানন্দ সরস্বতী অথবা শিবকুমার স্বামী।
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে পরের বছর এই নিয়ে ভাবনাচিন্তা করা হয়”। প্রসঙ্গত, ভারতরত্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। এবছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রয়াত সংগীত শিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে।
সম্প্রতি কর্ণাটকের লিঙ্গায়েত গুরু স্বামী শিবকুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। গত ২১ জানুয়ারি ১১১ বছর বয়সে মৃত্যু হয়ে তাঁর। এরকম অবস্থায় সাধুদেরও ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন রামদেব।