নিজস্ব প্রতিনিধি: বৈষ্ণবনগর থানার ব্যাবস্থাপনায়, আজ অনুষ্ঠিত হল “SAVE DRIVE SAVE LIFE”, বৈষ্ণবনগর থানার আই সি, সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে।
বৈষ্ণবনগর হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি রালি সমস্ত হেলমেটহীন মোটরবাইক আরোহীদের হাতে গোলাপ ফুল, চকলেট, মিষ্টি দিয়ে হেলমেট পরে গাড়ি চালানোর অনুরোধ করে স্কুল পরুয়ারা।
সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে ফেষ্টুন ছিল। তাতে লেখা ছিল গাড়ির ছাদে লোক বহণ করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না, মদ্যপান করে গাড়ি চালাবেন না।