নিজস্ব প্রতিনিধি : সিবিআই বনাম রাজ্য প্রশাসনের ঠান্ডা লড়াই এবার বেশ গরম হয়ে উঠলো ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার একটা নতুন চাল দিল তৃণমূল কংগ্রেস সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে চ্যানেলের ধারনায় বসেছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক চিঠিতে জানিয়েছে, উচ্চপদস্থ সরকারি অফিসাররা কোনও রাজনৈতিক ধারনায় সামিল হতে পারেন না। এটা করে তাঁরা তাঁদের সার্ভিস রুলের বিরুদ্ধে কাজ করেছেন।
পুলিশ কমিশনার রাজীব কুমার ও অন্যান্য যেসব অফিসাররা ধরনায় বসেছিলেন তাঁদের বিরুদ্ধে তৃণমূল সরকারকে আইন মোতাবেক অবিলম্বে শাস্তি নেওয়ার নির্দেশ পাঠিয়েছে।
এখন দেখার তৃণমূল সরকার কী করে সেটাই দেখার।