নিজস্ব প্রতিনিধি : জাল দলিল বানিয়ে অন্যের জমি হাতানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম বাবুসোনা মন্ডল।
বাড়ি রাজারহাটের কালিকাপুর এলাকায়। ধৃতের বিরুদ্ধে রাজারহাট এলাকার বিভিন্ন জমির দলিল জাল করে নিজের নামে করার পর সেই জমি বিক্রি করার অভিযোগ রয়েছে।
জাল দলিল নিয়ে রাজারহাট বিএল আর ও র কাছে গিয়ে সেই জমি নিজের ।নামে করতে যায় বাবুসোনা মন্ডল।সে পেশায় একজন জমির দালাল।
রাজারহাটের বিএল আরও তথাগত মুখার্জির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাবুসোনা মন্ডলকে।এই চক্রের সঙ্গে এই দফতরের একজন ল ক্লার্কও জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।
আজ ধৃত বাবুসোনা মন্ডলকে বারাসত আদালতে তোলা হবে। এই জাল দলিল চক্রে আর কারা জড়িত আছে তা জানতে বাবুসোনা মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে রাজারহাট থানার পুলিশ।