নিজস্ব প্রতিনিধি :দক্ষিণ-পূর্ব রেলের মজদুর সংঘের অধ্যক্ষ প্রহ্লাদ সিংহের মেন্স কংগ্রেসের vথেকে মোহভঙ্গ হচ্ছে না। মেন্স কংগ্রেসের খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি শাখার সচিব মোঃ মোস্তাক তাকে নাটুকে বলেছেন এবং তিনি রেল কর্মচারীদের বোকা বানিয়ে নিজেকে মেন্স কংগ্রেসের মহাসচিব বলছেন বলে জানিয়েছেন ।
2016 তে মেন্স কংগ্রেসের আভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আলিপুর আদালতে সিভিল মামলা 41/ 2016 বিচারাধীন ছিল এই মামলা বন্ধ করার জন্য বর্তমান মহাসচিব চিঠি দিয়েছিলেন।
সেই চিঠি পেয়ে কোর্ট মহাসচিব পদের ওপরে যে স্টে অর্ডার ছিল তা তুলে দেয় কিন্তু প্রহ্লাদ সিং এর ভুল ব্যাখ্যা করছেন রেলের কর্মচারীদের কাছে। উনি দু বছর ধরে মেন্স কংগ্রেসের প্রাথমিক সদস্য ও নন ।অন্য একটি মজদুর সংঘের জোনাল অধ্যক্ষ হয়ে তিনি 14 মাস ধরে কাজ করছেন।
প্রহ্লাদ সিং মহাপ্রবন্ধক প্রবন্ধ কে এ ব্যাপারে চিঠি লিখেছিলেন ।কিন্তু কুড়ি দিন হয়ে গেলেও রেল এর ওপরে কোনো পদক্ষেপ নেয় নি। আর তিনি এই মেন্স কংগ্রেসের মোহে রেল কর্মচারীদের মূল স্বার্থ দেখাশোনার কাজ অবহেলা করছেন ।