নিজস্ব প্রতিনিধি , মালদা: মালদায় নির্বাচনী সভা পিছালো সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর। ১৫ মার্চের বদলে সেই সভা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ । রাহুল গান্ধীর এই সভা হওয়া নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে আসছে।

প্রথমে সভার জায়গা ঠিক করা নিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে নানা বিতর্ক। তারপরে প্রশাসনের অনুমতি পাওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা । অবশেষে রাহুল গান্ধীর সভার অনুমতি প্রশাসনের তরফ থেকে মিললেও তার দিনক্ষণের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

শনিবার মালদায় রাহুল গান্ধীর সভা প্রসঙ্গে বৈঠক করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের উপস্থিতিতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হয়।

মালদা শহরের বেসরকারি একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন রায়গঞ্জ মুর্শিদাবাদে ওরা প্রার্থী দিয়েছে পুরো বিষয়টি হাইকমান্ডকে জানানো হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবু বলেন, ১৫ মার্চ উত্তর মালদায় রাহুল গান্ধীর সভা হওয়ার কথা ছিল । কিন্তু হেলিকপ্টার উঠা নামার ক্ষেত্রে সময়ের একটা সমস্যা তৈরি হয়েছে । সেই কারণেই ওই দিনের সভা পিছিয়ে ২৩ মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here