নিজস্ব প্রতিনিধি:  পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার বিরোধীরা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর পাশে রয়েছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা করা হলেও, তা কোনও ভাবেই সফল হবে না।

জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুলে এ ভাবেই সরকার এবং সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিলের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এই হামলাকে ভারতের আত্মার ওপর হামলা বলে অভিহিত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার সকালে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে নিহত জওয়ানদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে রাহুল বলেন, ‘এই হামলা ভারতবর্ষের আত্মার উপর হামলা।

এখন রাজনৈতিক বিতর্কের সময় নয়। জওয়ানদের পাশে আছি। পাশে আছি সরকারেরও। এখন আর অন্য কোনও আলোচনা নয়’।

রাহুল এদিন বলেন, ‘আজ শোকের দিন। দেশ ৪০ জওয়ানকে হারিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এই হামলার উদ্দেশ্যই হল দেশকে টুকরো করা। দেশ এই হামলার কথা ভুলবে না। দেশকে কোনও ভাবেই দুর্বল করতে দেব না’।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here