নিজস্ব প্রতিনিধি :পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন দীঘির কোনে সিরিঙ্গির পাড়ে শুরু হল শ্মশান কালী পুজো। ১১ তম বর্ষে প্রদীপ জ্বালিয়ে পূজোর উদ্বোধন করলেন উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস।
এছাড়া উপস্থিত ছিলেন উপ প্রধান আনিসুর রহমান ও এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং এই মেলার স্থায়ী সভাপতি সুব্রত ভট্টাচার্য। এই পূজো উপলক্ষ্যে বসেছে বিশাল মেলা।
চলবে তিন দিন ধরে। এবং এই তিন ধরে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।মায়ের মূর্তি তৈরি হয় পূজোর দিন রাতেই আর সারা রাত্রি পূজো হয়ে ভোরে দিনের আলো ফোটার আগেই প্রতিমা নিরঞ্জন করা হয়। ১৫২ টি পরিবার সর্ব রকম সাহায্য করে এই পূজো অনুষ্ঠিত হয় বলে জানায় পূজো কমিটির সদস্য রা।