নিজস্ব প্রতিনিধি :বাঙালির প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান ও আধুনিক সমকালীন
কবিতার পারস্পরিক সম্পর্ক নিয়ে ৮ই ডিসেম্বর আই সি সি আর এ ‘নূতন আলো’ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের নাম “সম্পর্ক”।
যার মূল কথা ছিল কীভাবে রবীন্দ্রনাথ ধরা দেন এই সময়ে লেখা কবিতায়? অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন মৈত্রেয়ী বণিক চক্রবর্তী।উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে যায় তাঁর গানে।
কবি প্রবালকুমার বসু তাঁর লেখা অসামান্য কিছু কবিতা নিজ কন্ঠে পাঠ করেন। যা শ্রোতাদের মন জয় করে নেয়।
এককথায় গান ও কবিতায় এক সুন্দর সন্ধ্যা কলকাতার বুকে চিরস্থায়ী হয়ে থাকল।