নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 122 তম জন্মদিন,।
নেহরু যুব কেন্দ্র উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধা ব্যবস্থাপচনায়, বর্ধমান স্টেশন সংলগ্ন লক্ষীপুর মাঠে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেতাজির জন্মদিন উপলক্ষে প্রথমে প্রথমে অনুষ্ঠিত হলো একটি অঙ্কন প্রতিযোগিতা এবং পরে নেতাজি সম্পর্কে এক আলোচনা সভা।অঙ্কন প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন,নেহরু যুব কেন্দ্রর সুজন ঠাকুর,সেখ কবির , তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সেলিম খান , বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সভাপতির ঋষি গোপাল মন্ডল, সহ-সভাপতি কৌশিক সিনা,নির্মলেন্দু গুই, প্রমুখ।