অতনু গোস্বামী, নদীয়া:-নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত বছর বয়সী আদি মান্ডি বৃহস্পতিবার বেলা বারোটার পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও কোন রকম সন্ধান পায়নি নিখোঁজ শিশুটির পরিবার।
শেষবারের মতো তাকে বাড়ির পার্শ্ববর্তী পোলতা বড় পুকুরের ধারে খেলতে দেখা গিয়েছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে।
শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ স্থানীয়রা পুকুরের জলে একটি শিশুর দেহ ভাসতে দেখে খবর দেয় নিখোঁজ আদির পরিবারকে। খবর পেয়ে আদির পরিবারের সদস্যরা ঘটনার স্থলে গিয়ে মৃতদেহটি সনাত্ব করে। ছোট্ট আদির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।