গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কিন্তু প্রথমদিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত।মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড,ও প্যাট কামিন্সের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের।সেখান থেকে একা কুম্ভের মত দলকে টেনে নিয়ে গেলেন চেতেশ্বর পূজারা।

এদিন চেতেশ্বর পূজারা ১৬তম আন্তর্জাতিক শতরান করে ফেললেন।পূজারা ২৪৬ বলে ১২৩রান করে রান আউট হয়ে যান।পূজারার ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়।দিনের শেষে ভারতের স্কোর ৯উইকেটে ২৫০রান।

অধিনায়ক বিরাট কোহলি মাত্র তিন রান করে আউট হন।তবে বিরাটের ক্যাচটি বিশ্বমানের নিঃসন্দেহে। পূজারা ছাড়া রোহিত শর্মা(৩৭),ঋষভ পন্থ(২৫),অশ্বিন(২৫)কিছুটা লড়াই করে।
দিনের শেষে ক্রিজে রয়েছেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।দ্বিতীয় দিনের শুরুতেই আবার আগুন ঝরাবে অজি পেসাররা।তেমনই ভারতের পেসারদেরও সুযোগ নিতে হবে সকালের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here