গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব-বর্ধমানঃ মঙ্গলবার পূর্ব-
বর্ধমান জেলার মাদ্রাসা ও এম এস কে সমূহের ১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস গ্রাউন্ড অর্থাৎ মোহনবাগান মাঠে।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ,সহ-সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী, মাইনোরিটি ডেভেলপমেন্ট কমিটির অফিসার কল্যান কুমার দাস, এ.আই. অফ স্কুল কুনাল জ্যোতি দাস, বর্ধমান স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি গৌরীশঙ্কর ভট্টাচার্য এছাড়াও অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদগণ।
এই প্রতিযোগিতায় প্রায় পূর্ব বর্ধমান জেলার ৪১ টি মাদ্রাসা ও এম এস কে স্কুলের প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যারা আজকে প্রথম হয়েছে তারা আগামী দিনে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হয়।
এই প্রতিযোগিতাটি কে সাফল্যমন্ডিত করতে বর্ধমান জেলা স্পোর্টস কাউন্সিল এর শারীর শিক্ষকরা বিশেষভাবে সাহায্য করেছে।