কোচবিহার : দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে দিনহাটা থানার সামনে এক ঘন্টা প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখাল দিনহাটা মহকুমা এস এফ আই ও ডিও আই এ ফ আই এর কর্মী সমর্থকরা ।
এদিন দিনহাটা শহরের এক মিছিল করে তারা দিনহাটা থানার সামনে এসে দেখানর সময় সেখানে উপস্থিত এস এফ আই এর কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সুভ্রালোক দাস , ডিও আই এ ফ আই এর নেতা অভিনব রায় ।
তাদের দাবি, দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের খুনের ঘটনায় জড়িত তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলার প্রাক্তন সভাপতি সাবির সাহা চৌধুরীর অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন ।