বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:-আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চার উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় কলকাতা কর্পোরেশন ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদাসীনতা এবং ব্যর্থতার প্রতিবাদে বাঘাযতীন স্টেশন রোডে অবস্থিত বাঘাযতীন মার্কেট কমপ্লেক্সের ১১ নম্বর বরো অফিসের সামনে প্রতিবাদ জানানো হয়। পরে তাদের তরফে ১১ নম্বর বরো চেয়ারম্যানের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য, জেলার নেতৃত্বরা। ছিলেন ১১ নম্বর বরোর অন্তর্ভুক্ত মন্ডল ও ওয়ার্ড সমূহ, যাদবপুর মন্ডল : ২ – ১১০, যাদবপুর মন্ডল : ৩ – ১০৩, ১০৪, টালিগঞ্জ মন্ডল : ২ – ১১১, টালিগঞ্জ মন্ডল : ৩- ১১২, ১১৩, ১১৪ সভাপতিরা। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির অফিস সম্পাদক রাজা মানস ভট্টাচার্য্য, রাজ্য যুবমোর্চার সহসভাপতি অরুন শাহ, জেলা যুবমোর্চার সহসভাপতি দীপ বিশ্বাস প্রমুখ।