সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- গতকাল আত্মঘাতী জঙ্গির আকস্মিক হামলায় ভারতের কাশ্মীরের পুলওয়ামায় ৪২ জন সি আর পি এফ জওয়ানের মৃত্যু হয়।
সকল দেশবাসী ১৪-ই ফেব্রুয়ারী ২০১৯ এর এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। নিন্দার ঝড় বয়ে চলেছে সারা বিশ্ব জুড়ে। পাকিস্তানকে সরাসরি এই বিষয়ে হুমকি দিয়েছে আমেরিকা।
কাশ্মীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে শান্তিপুরে বেশ কিছু তরুণ যুবক যুবতীর উদ্যোগে শহীদ জওয়ানদের জন্য মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানানো হয়।
মিছিল করে, কালো ব্যাচ পড়ে সারা শান্তিপুর ঘুরে নেতাজী মূর্তির পাদদেশে এসে এই শোক মিছিল শেষ হয়। “বন্ধন” এর এই সকল তরুণ তরুণীর সাথে ধীরে ধীরে শোকমিছিলে সারা শান্তিপুরবাসী মিশে যায়। এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।