নিজস্ব প্রতিনিধি :প্রজন্মের সাথে আদিবাসী শিল্প, সংস্কৃতি, কৃষ্টির পরিচয় করিয়ে দিতে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বালাপুর উদয়ন ল্যাম্পস প্রাঙ্গনে।
অনুষ্ঠানটি ২৮ ও ২৯ শে নভেম্বর অনুষ্ঠিত হবে।এই অনুষ্ঠানে তপন পঞ্চায়েত সমিতের সভাপতি রাজু দাস,পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের দক্ষিণ দিনাজপুর জেলার অধিকর্তা ল
অভিরুপ রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের প্রতিনিধি বাচ্চুরাম পাহান সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠান টি দুপুর বারোটা নাগাদ শুরু হয়। এই অনুষ্ঠানে সাঁওতাল,মুন্ডা ও ওড়াঁও সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের নাচ,গান ও বাজনা বাদনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
গোটা দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ল্যাম্পের ৬৭ টি দল এই প্রতিযোগিতায় গ্রহন করেন। এই অনুষ্ঠান উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পক্ষ থেকে প্রতিযোগিদের জন্য দ্বিপ্রহরিক ভোজনের ব্যাবস্থাও করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষ্যে আদিবাসী সমাজের মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।