নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের সংবাদমাধ্যমের বাধ্যবাধকতা নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
এদিন দুপুরে কর্নজোড়ায় মাল্টিপারপাস হলে এই সভার আয়োজন করা হয়। এদিন এই সভার পৌরহিত্য করেন জেলার অতিরিক্ত জেলা শাসক কৃষ্ণেন্দু বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানাদেব দাশ, সহ প্রশাসনিক আধিকারিক। এদিনের লোকসভা নির্বাচন সম্পর্কে আলোচনা চক্রে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ গ্রহন করে।