নিজস্ব প্রতিনিধি:  নিজের অফিসেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

একাধিক বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে তাঁর সবথেকে জনপ্রিয় গান ‘এক যে আছে কন্যা।’

স্বপন সাহা, প্রভাত রায়, অনুপ সেনগুপ্ত, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, মিলন ভৌমিক, সুব্রত সেনের মত একাধিক পরিচালকের ছবিতে গায়ক হিসেবে কাজ করেছেন তিনি।

তাঁর কাজ করা সিনেমার ঝুলিতে রয়েছে পাতালঘর, এক যে আছে কন্যা, বাঙালিবাবু ইত্যাদি। তবে তাঁর গান শুরু বিজ্ঞাপনের জিঙ্গল দিয়ে। ‘কুকমি’, ‘খাদিমস’, ‘অজন্তা হাওয়াই’, ‘বাবুল’-এর বিজ্ঞাপনে তাঁর গান শোনা গিয়েছে।

টিভির অনেক জনপ্রিয় অনুষ্ঠানেও প্লেব্যাক করেছেন প্রতীক। কেয়ার অফ সিনেমা, সিলেবাসে নেই, তৃতীয় পুরুষ কিংবা শ্রীমতির মত অনুষ্ঠানে তাঁর গলা শোনা যেত।

তাঁর সঙ্গীত জীবন শুরু হয়েছিল গজল দিয়ে। শ্রী শীতল মুখোপাধ্যায়ের কাছে তালিম নিয়েছিলেন পরে।

পরবর্তীকালে আক্ষরিক অর্থেই কাশ্মীর থেকে কন্যাকুমারী আর মুম্বই থেকে অসম, সব জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। গজল গায়ক হিসেবে পঙ্কজ উদাস কিংবা গুলাম আলির সঙ্গেও মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here