সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম:   আজ রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় তিনদিন পর উদ্ধার হল বীরভূমের লাভপুরের বাবুপাড়ার সুভাষ বটব্যালের মেয়ে প্রথমা বটব্যাল ৷

প্রথমা পেশায় শিক্ষকতা করেন ৷ ১৪ ফেব্রুয়ারি কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র  ঠেকিয়ে বাড়ী থেকে প্রথমাকে তুলে নিয়ে যায় ৷ তার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ লাভপুর জ্বলে ওঠে প্রতিবাদে৷

আজ পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় মালদা থেকে উদ্ধার হয় প্রথমা ৷ কারা এবং কেন তাঁকে অপহরণ করে তা এখনো জানা যায়নি ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here