অর্ণব মৈত্রঃ চার বছরের প্রণয়ের সম্পর্ক ফাটল। প্রেম বিচ্ছেদ করে প্রেমিক কে দূরে সরিয়ে অন্য ছেলে কে বিয়ে করে প্রেমিকা। আর সেই বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রেমিকা।
সেই ছবি দেখে কস্ট সহ্য করতে না পেরে প্রমিক রনজিৎ বিশ্বাস কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।আরজিকর হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ রনজিৎ মৃত্যু হয়। মৃত্যুর পর রনজিৎ এর পরিবারের পক্ষ থেকে গত কাল হাবড়া থানার একটি লিখত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার প্রেমিকা রচিতাকে গ্রেফতার করে পুলিশ। এর পর হঠাৎ রনজিৎ এর পরিবার ও এলাকাবাসী সহ বন্ধু বান্ধব মিলে শনিবার বিকালে হাবড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে।
পুলিশ কর্মীরা তাদের বোঝানো চেষ্টা করে অভিযুক্ত রচিতা রায় কে গ্রেফতার করা হয়েছে।তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মানতে চায়নি তাদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে চরম শাস্তী দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত হয় পাঁচ পুলিশ কর্মী। সেই সঙ্গে প্রায় ২৪ জন বিক্ষোভ কারীদের গ্রেফতার করে পুলিশ।