মদনমোহন সামন্ত : আজ শনিবার শিব চতুর্দশীর একদিন আগে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের 124 তম জন্মজয়ন্তী পালন করা হল ।
ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই উপলক্ষে বালিগঞ্জে সংঘের সামনে থেকে একটি শোভাযাত্রা রাসবিহারী এভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হাজরা রোড হয়ে আবার সংঘের সামনে ফিরে আসে।
শোভাযাত্রা প্রারম্ভ করেছিলেন সঙ্ঘাত্মানন্দজি মহারাজ, বিশ্বাত্মানন্দজি মহারাজ , সত্যমিত্রানন্দজি মহারাজ এবং স্থানীয় পুরমাতা সুদর্শনা মুখার্জি। শোভাযাত্রাটিতে বহু স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন আশ্রমের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিলেন।