আর মাত্র দুদিন বাদেই কালীপুজো।বিভিন্ন মন্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।কোথাও হচ্ছে উদ্বোধন।এ বছর ৭৭ তম বর্ষে পা দিল মধ্য কলকাতার ঐতিহ্যবাহী কালীপুজো সোমেন মিত্রর পুজো।
আজ এই পুজোর উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।তাঁর সাথে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও এই পুজোর সভাপতি সোমেন মিত্র।উদ্বোধন করে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন ভারতবর্ষের প্রতিটি কোনায় আছে কালী মন্দির।ফলে এই মা প্রত্যেক ভারতবাসীর মনে বিরাজমান।তিনি মহাশক্তি।পুরাকাল থেকে অশুভ শক্তির বিনাশের জন্য তিনি পুজিত হয়ে আসছেন।
আবার ঘরের কন্যা রূপেও তাঁকে আবাহন করা হয়।এই পুজো সনাতনী রীতি মেনে ঐতিহ্যকে পাথেয় করে শতবর্ষ পূর্ণ করবে।আগামি প্রজন্মকে দেবে ঐতিহ্যের ভাবধারা বয়ে নিয়ে যাওয়ার শক্তি।এই পুজোর সাথে তাঁর স্মৃতির কথাও এদিন উল্লেখ করেন তিনি।