নিজস্ব প্রতিনিধি: জমি থেকে পটল চুরির অপবাদে মাঝবয়সী এক ব্যক্তিকে মধ্যযুগীয় বর্বরতার শাস্তি। তুলে নেওয়া হল হাতের নখ, কানে আগুন ও হাত-পা ভেঙে দেওয়া হল। পরে হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যুু হয়।
ঘটনাটি হাবড়া থানার গুমা বালুইগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম রমজান আলি মন্ডল ৪৯। পরিবার সুত্রে জানা গেছে শনিবার রাতে পাশের গ্রাম মথুরাপুর এলাকায় লাল মিঞা এবং চাঁদ মিঞা নামে দুই ভাইয়ের জমির পটল চুরির অভিযোগে বেধরক মারধর করা হয় রমজান আলিকে ।
দুই হাতের নখ তুলে নেওয়া হয় এবং হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি দেশলাই দিয়ে কানে এবং চোখ পুরিয়ে দেবার চেষ্টা করে। রাতে হাবড়া থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়। সোমবার সকাল ছটা নাগাদ মারা যান রমজান আলি। মৃত্যুর খবর গ্রামে আসামাত্রই শোকের ছায়া নেমে পরে এলাকায়।