নিজস্ব প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা স্বরূপনগর ব্লকের বিথারী বাজারে বেশ কয়েকদিন পটলের দাম ছিল প্রতি কেজি ৪৮ টাকা। আজ হঠাৎ করে ১ কেজি পটলের দাম ৩০ টাকায় নেবে আসে । এর ফলে চাষীদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি ,আহত বেশ কয়েক জন চাষী।
এরপর ডাকবাংলা হাকিমপুর সীমান্তের বিথারী বাজারে রাস্তার উপর পটল ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে দেয় চাষীরা, বন্ধ করে দেওয়া হয় বিথারী বাজার। রাজ্যের মধ্যে স্বরূপনগরকে বরাবরই শস্যভান্ডার বলা হয়। সবজি ফসলের যেমন পটল, বেগুন ,উচ্ছে ,সজনে ডাঁটা ,থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি ফসল । রাজ্যের বিভিন্ন প্রান্তে এই স্বরূপনগরের সবজি রপ্তানি করা হয়। শুধু রাজ্য নয়, এই সবজি পাড়ি দেয় ভিন রাজ্যেও।
বেশ কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় বৃষ্টির ফলে, মাঠে খেতে ফসলের গোড়ায় জল জমে যায়, তার অপর বাজারে পটলের দাম নেই আজ থেকে । যার ফলে ক্ষোভে ফেটে পড়েন পটল চাষীরা । চাষীদের অভিযোগ তাদের কাছ থেকে কম দামের পটল কিনছে দালাল ও ফোরেরা, তারা আবার চড়া দামে বিক্রি করবে। চাষীরা ন্যায্য মূল্য পাচ্ছে না চাষীদের দাবি প্রশাসন ও সরকারি আধিকারিকরা হস্তক্ষেপ করুক।