সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: গতকাল বীরভূমের নলহাটি ১ নং ব্লকে তকিপুর পঞ্চায়েতে গোঁসাইপুর গ্রামের পোস্ট অফিসে সাধারন মানুষকে প্যান কার্ডের পরিষেবা দেওয়ার হছিল বিনামূল্যে।
কিন্তু প্যান কার্ড দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠে গোঁসাইপুর গ্রামের পোস্টমাস্টার বিরুদ্ধে ।গ্রামবাসীরা যানান যে, এই ঘটনা প্রথমবার নয়।
এর আগে একাধিকবার এমন ঘটনা ঘটেছে কখনও গ্রামের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার অ্যাডমিট দেওয়া নিয়েও এমন দুর্নীতি করার চেষ্টা করেছে।
গ্রামের মানুষ প্রতিবাদ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার ফলে পোস্টমাস্টারের বার বাড়ন্ত দিন দিন বেড়েই চলেছে।
এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক যাতে করে এই পোস্টমাস্টার উপযুক্ত শাস্তি চাই,বলে যানান ক্ষুদ্ধ গ্রামবাসী ।