মালদা- পুরুয়াদের উপর নির্মম ভাবে লাঠি চার্জ করায় বহু ছাত্র ছাত্রী আহোত ও হাত ভাঙে দেওয়া অভীযোগ জানিয়ে মালদা থানায় অভীযোগ জমা না নেওয়ায় মালদা জেলা পুলিশ সুপারে অবর্তমানে আডিশনাল এস পি হেডকোয়াটার মালদা অরিন্দম সরকার ডাব্লু বি পি এসের হতে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয় গনিখান ইউনিভার্সিটি পরুয়ারা।
ডেপুটেশনের শেষে গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র সাহিল সংবাদমাধ্যমকে বলেন আমরা আজ মালদা জেলা সুপারের কাছে ডেপুটেশন পত্র জমা দিতে এসেছিলাম জেলা সুপারের অবর্তমানে অ্যাডিশনাল এসপি হেডকোয়াটার মালদা অরিন্দম সরকার ডাবলু বি পি এসের হাতে আমরা ডেপুটেশন কপিটি তুলে দিলাম।
আমাদের দাবি ছিল ১৫ নভেম্বর গনিখাঁন চৌধুরী কারিগরি ইউনিভার্সিটির ক্যাম্পাসের কর্তৃপক্ষোরকে শুধুমাত্র রেজাল্ট ও মডিউলার প্যাটার্ন অনুযায়ী ভর্তির কথা জিজ্ঞেস করা মাত্রই নির্মমভাবে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা হয় ঘটনায় বহু ছাত্রছাত্রী হতাহত হয়। এমনকি পড়ুয়াদের মধ্যে একজনের হাত ভেঙে যায়।